শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বহরমপুরের সাংসদ ইউসুফ, মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের অন্দরে!  

Riya Patra | ১৮ মে ২০২৫ ১৩ : ৪৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে গোটা বিশ্বের কাছে এক ঘরে করতে এবার এক অভিনব কূটনৈতিক পন্থা নিল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কয়েকজন ব্যক্তিকে নিয়ে মোট ৫৯ জনের সাতটি প্রতিনিধি দল আগামী কিছুদিনের মধ্যেই বিশ্বের ৩২টি দেশে পৌঁছে গিয়ে ভারত কীভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার এবং কীভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা বিভিন্ন দেশ এবং ভারতকে বারেবারে রক্তাক্ত করছে তা তুলে ধরবেন।  

পাকিস্তানের প্ররোচনামূলক আচরণের বিরুদ্ধে ভারতের সমস্ত রাজনৈতিক দল যে এককাট্টা এবং 'অপারেশন সিঁদুর' সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক ঐক্যবদ্ধ প্রয়াস বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে তৈরি এই প্রতিনিধিদলগুলোর মাধ্যমেও ভারত সরকার তা বিশ্বের কাছে তুলে ধরবে। 

দেশের সংসদীয় দলের মন্ত্রী কিরেন রিজিজু নিজের সমাজের মাধ্যমের পাতায় সাতটি প্রতিনিধি দলের সদস্যদের যে তালিকা প্রকাশ করেছেন তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে কেবলমাত্র বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান রয়েছেন। 

রিজিজুর দেওয়া তালিকা অনুযায়ী, ইউসুফ পাঠান যে প্রতিনিধি দলে রয়েছেন তার নেতৃত্ব দেবেন জেডিইউ  সাংসদ সঞ্জয় কুমার ঝা। ইউসুফ পাঠান-সহ ৯ জনের ওই প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে  'অপারেশন সিন্দুর' এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সমস্ত রাজনৈতিকদলের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে। 

সংসদীয় মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী আমেরিকাগামী দলটিকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুর, রাশিয়াগামী দলটিকে নেতৃত্ব দেবেন ডিএমকে  নেত্রী কে কানিমোজি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলিতে যে দলটি যাবে তার নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে একটি প্রতিনিধি দলের সদস্য নির্বাচন করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে।  ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন ,'আমার ধারণা ইউসুফ যেহেতু গুজরাটের বাসিন্দা তাই তৃণমূল নেতৃত্বের অনুমোদন না নিয়েই কিরেন রিজিজু তাঁকে একটি প্রতিনিধি দলের সদস্য করেছেন।  তবে এই প্রতিনিধি দলে যোগ দেওয়ার আগে ইউসুফ পাঠান যদি দলের শীর্ষ নেতৃত্বের মতামত নিয়ে নেন তাহলে ভালো হয়।'

তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত রাজ্য সম্পাদক তথা রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, 'এটা খুবই আনন্দের খবর যে বহরমপুরের সাংসদ এত গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দলের সদস্য নির্বাচিত হয়েছেন এবং দেশের হয়ে বক্তব্য রাখতে বিদেশ যাচ্ছেন।'

দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, 'ইউসুফ পাঠান বহুবার ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেশকে গৌরবান্বিত করেছেন। আমরা আশা করবো রাজনীতির ময়দানে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে নেমে ফের একবার তিনি আমাদের মুখ উজ্জ্বল করবেন। বহরমপুর তথা মুর্শিদাবাদের সমস্ত স্তরের মানুষ দেশের প্রতিনিধি দলের তাঁর অন্তর্ভুক্তিতে গর্বিত। '

যদিও রাজ্য তৃণমূলের অপর এক সম্পাদক তথা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন ,'বিষয়টি এত বড় যে এই নিয়ে একমাত্র আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি , সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অথবা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মন্তব্য করতে পারেন। আমি কিছু বলব না।'


Operation SindoorTMC MP Yusuf PathanYusuf PathanTMC Leaders Reaction

নানান খবর

নানান খবর

বাড়ি গিয়েই খবর পান 'আগুন লেগেছে', কেকের দোকানে পৌঁছে যা দেখলেন মালিক 

সকাল থেকে মুহুর্মুহু বজ্রপাত, দমকা হাওয়া! এই জেলায় বৃষ্টি নামবে এখনই, বেরনোর আগে সাবধান হোন

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…

তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি

দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা

হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও

বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট

পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র‌্যালি

পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন

মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা

ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ

সোশ্যাল মিডিয়া